1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

সাংবাদিকদের ইতিবাচক উৎসাহমূলক সহযোগিতার কোন বিকল্প নেই- পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম

হলধর দাস | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯৬ পাঠক

নরসিংদী জেলায় দায়িত্বরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের এক মতবিনিময় সভা সকাল ১১ টায় পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নবাগত পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম বলেন ,সাংবাদিক, সুধী সমাজ সহ সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতায় নরসিংদীর আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণে যা যা করার প্রয়োজন আমরা সবাই তা করবো। মাদকের বিরুদ্ধে আমাদের শ্লোগান “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।”
পুলিশ সুপারের বক্তব্যের আগে সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে স্বাগত জানিয়ে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করে বক্তব্য রাখেন, যথাক্রমে প্রেসক্লাব সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, ক্লাবের সহ-সভাপতি ফজলুল হক, এডভোকেট হান্নান ভূঞা, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহম্মদ,হুমায়ুন কবির শাহ, শফিকুল মোহাম্মদ মানিক,আক্রাম হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর।
প্রেসক্লাব সভাপতি মাখন দাস বলেন -আমরা সাংবাদিকরা পুলিশকে আমাদের পরিবারের সদস্য বলে মনে করি এবং সেভাবেই কাজ করি। বিনি সুতার মালার মতো পুলিশ-সাংবাদিক একসাথে গাঁথা থাকতে চাই। নরসিংদীবাসীকে ভাল রাখতে আমরা পুলিশকে সকল ধরণের সহযোগিতা করবো।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি বলেন,নরসিংদী জেলা তিন ভাগে বিভক্ত। সেটা হলো চরাঞ্চল,পাহাড়ি অঞ্চল ও সমতল অঞ্চল। এখানে মাদক- অস্ত্রের ঝনঝনানি আছে । নৌ-সড়ক -রেলপথে মাদক আসে এ জেলায়। এগুলো নিয়ন্ত্রণ করতে পারলেই নরসিংদীবাসী ভাল থাকবে। নরসিংদীবাসী আপনাকে স্মরণে রাখবে।
হুমায়ূন কবির শাহ প্রশ্ন রেখে নবাগত পুলিশ সুপারের উদ্দেশ্যে বলেন, নির্বাচন সুষ্ঠু এবং জনগণ যাতে তাদের ভোট নিরাপদে দিতে পারে সেব্যাপাওর আপনাদের কী পরিকল্পনা আছে?
শফিকুল মোহাম্মদ বলেন,নরসিংদী পৌরসভা ও মাধবদীতে সুন্দর নির্বাচন উপহার দিতে পারলে নরসিংদীবাসী আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
আকরাম হোসেন বলেন,আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসীদের প্রতিহত করণ, গ্রেফতার করণ অথবা অস্ত্র উদ্ধারে কোনো পরিকল্পনা নরসিংদী পুলিশের আছে কি না?
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম বলেন, সন্ত্রাসী গ্রেফতার অস্ত্র উদ্ধার পুলিশের নিয়মিত কাজ । আমাদের পুলিশ প্রধান বেনজীর আহমেদ স্যারের সুদক্ষ নেতৃত্বে আমরা বাংলাদেশ পুলিশ সবসময় করে যাচ্ছি।
তিনি আরো বলেন,নির্বাচন তফসিল ঘোষণার পর আমরা এখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছি। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে যেভাবে ম্যাসেজ দিচ্ছে আমরা সেভাবেই কাজ করছি। নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবে কাজ করতে আমরা বদ্ধপরিকর।
আসুন আমরা সবাই মিলে নরর্সিংদীকে ভালো রাখার জন্য কাজ করি। সঠিক দিয়ে সহযোগিতা করুন। সাংবাদিকদের ইতিবাচক উৎসাহমূলক সহযোগিতার কোন বিকল্প নাই। আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের সহযোগিতা দিয়ে নরসিংদী ভালো থাকবে। ভাল থাকবে নরসিংদীবাসী। আসুন আমরা সবাই মিলে সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের আদর্শ ভিত্তিক উন্নত বাংলাদেশ গঠনে একসাথে কাজ করি।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD