আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক এর নৌকা মার্কার সমর্থনে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের সোনালি টাওয়ারে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হারুন-অর-রশিদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বঙ্গবন্ধুর দৌহিত্র ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার তৌফিকুর রাহমান সুজন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক বাবু শুভ্রত পাল, সাংগঠনিক সম্পাদক কাজী মো: মাজহারুল ইসলাম ও সোহেল পারভেজ।
এ কর্মীসভায় নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম সেলিম সিকোর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও যোগাযোগ সম্পাদক শামসুল আলম অনিক, সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল, আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ প্রমূখ।
সভায় নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন,নরসিংদীর মাধবদী ছিলো বিএনপির ঘাটি, বিগত নির্বাচনে ওই ঘাটিতে মোশাররফ হোসেন প্রধান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। তিনি আজ মাধবদী পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছে যা দৃশ্যমান। এবারের নির্বাচন হচ্ছে মাধবদীকে মডেল করার নির্বাচন। এ পৌরসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে কর্মীদের মাঠে থেকে কাজ করতে হবে। সেইসাথে সব ভোটারদের উৎসাহ দিয়ে কেন্দ্রে পৌছে দিয়ে সাধারণ ভোটারদের ভোট দেয়ার দেয়ার সুযোগ করে দিতে হবে।
📝 খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-