সারাদেশের ন্যায় নরসিংদীতে রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে অশং নেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নবাগত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, সিভিল সার্জন ডাক্তার মো: নরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
দেশের সম্মুখ সারির করোনা যোদ্ধা হিসেবে উদ্বোধনী দিন নরিসিংদী জেলা পুলিশের সদস্যরা কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেন। এরা হলেন, উপ-পরিদর্শক এসআই (সশস্ত্র) রেজাউল করিম। সহকারী-উপপরিদর্শক এএসআই (সশস্ত্র) মোঃ শামীম হোসেন, নায়েক মোঃ ওসমান গণি, কনস্টবল মোঃ আরিফুল ইসলাম ও কনস্টবল মোঃ হাসান মিয়া উদ্বোধনী পর্বে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেন।
করোনা মোকাবিলায় নরসিংদী জেলা পুলিশের সদস্যগণ শুরু থেকেই মানুষের পাশে থেকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনগণের সেবা ও সুরক্ষায় নরসিংদী জেলা পুলিশের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর।