আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক এর নৌকা প্রতীকের সমর্থনে আওয়ামী লীগের কর্মী সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় পৌর শহরে অবস্থিত সোনালী টাওয়ারে মাধবদী শহর আওয়ামী লীগের আয়োজনে এ কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও নরসিংদী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আলী হোসেন শিশিরের সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সদস্য এড. রিয়াজুল কবির কাওসার, সদস্য সাহাবুদ্দিন ফরাজি, সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী, মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, নরসিংদী জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি দীপু মাহমুদ, নরসিংদী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এড. আবুল হাসনাত মাসুম, মাধবদী শহর আওয়ামী লীগের সহ সভাপতি মনিরুজ্জামান ভূইয়া, নরসিংদী সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনিরুজ্জামান ভূইয়া, সাবেক ছাত্রনেতা হাফেজুর রহমান(ভিপি) হাফেজ, নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সেলিম সিকু প্রমূখ।