নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মাধবদী এডুকেশন এইড। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মাধবদী এশিয়ান মডেল স্কুলে বিভিন্ন স্কুলের ২১ জন শিক্ষার্থীকে বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
মাধবদী এডুকেশন এইড’র সভাপতি মোঃ আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাধবদী এডুকেশন এইডের সহ সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জহির আহমাদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুছা মিয়া, অর্থ সম্পাদক মামুন খান চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ জাকারিয়া, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাহিদ হাসান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হোসেন আলী প্রমূখ।