দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে নরসিংদীর শিবপুরে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রথম দিন বিভিন্ন শ্রেনী পেশার ৩৯ জন কোভিড-১৯ টিকা গ্রহণ করেন।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড শ্যামল চন্দ্র বসাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, আলমগীর হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ আলী মিন্টু, সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জানান করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মনজুরুল আলম প্রথম টিকা গ্রহণ করেন। উদ্বোধনের প্রথম দিন বিভিন্ন শ্রেনী পেশার ৩৯ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারী সবাই সুস্থ আছেন। এসময় সবাইকে নির্ভয়ে টিকা গ্রহণ করার জন্য আহবান জানান তিনি।