যুক্তরাজ্য করোনা ভাইরাসের নতুন ‘স্ট্রেইন’ ধরা পড়ার পর থেকেই সিলেটমুখি সেখানে বসবাসরত বাংলাদেশিরা। আরও ১৩৬ জন প্রবাসী আকাশপথে সিলেটে এসেছেন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এদেরমধ্যে ১৩৬ জন সিলেটের। বাকি ৪৩ জন ঢাকার বলে জানা গেছে।
ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।
তিনি জানান, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ১৭৯ জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইট দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। সিলেটে ১৩৬ জন যাত্রী নামিয়ে দিয়ে বাকি ৪৩ জন নিয়ে ফ্লাইটটি ঢাকায় চলে যায়।
এদিকে করোনার ঝুঁকি এড়াতে কড়া নিরাপত্তায় বিমানবন্দরেই তাদের শারিরিক পরীক্ষা নিরীক্ষা শেষ করা হয়। পরে বিমানবন্দর থেকে বিআরটিসির বাসে করে নগরের নির্ধারিত হোটেলে নেওয়া হয়। সেখানে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন যুক্তরাজ্য ফেরতরা।