নরসিংদীতে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সাতটি নির্বাচনী প্রচার ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হারুনুর রশিদ সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।লিখিত বক্তব্যে হারুনুর রশিদ জানান, শহরের সাটিরপাড়া, কাউরিয়াপাড়া, দত্তপাড়া ও নাগরিয়াকান্দি এলাকায় তার চারটি নির্বাচনী প্রচার ক্যাম্প ভাঙচুর করেছে আওয়ামী লীগের সমর্থকরা। হামলাকারীরা ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলে এবং তাদেরকে মাইকিংয়ে বাধা দেয়। ভাঙচুরের সময় তিনি রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ফোন করে বিষয়টি অবহিত করেছিলেন বলে জানান। আজ বুধবার তিনি এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অপরদিকে, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী (মোবাইল ফোন প্রতীক) এস এম কাইয়ুম রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার দুপুরে দত্তপাড়া, সাটিরপাড়া ও নাগরিয়াকান্দি এলাকায় তার তিনটি প্রচার ক্যাম্প ভাঙচুর করেছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। হামলাকারীরা তার পোস্টার ছিঁড়ে এতে আগুন ধরিয়ে দেয়।’
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু বলেন, ‘আমি আমার নির্বাচনী গণসংযোগ নিয়ে ব্যস্ত আছি। অন্য কারও প্রচার ক্যাম্প ভাঙচুরের বিষয়ে আমি কিছুই জানি না।’
নরসিংদী পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কমল কুমার ঘোষ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের শিকার হয়েছে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে একজন ম্যাজিস্ট্রেট ও পুলিশ পাঠানো হয়েছে।’