সারাদেশের ন্যায় নরসিংদীতেও ঢাকা পোস্ট এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে কেক কেটে এই অনুষ্ঠানের উদ্ধোধন করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর। কেক কাটা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় অনাথ এবং পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
ঢাকা পোস্টের নরসিংদী প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট আইয়ুব খান সরকার, নরসিংদী প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক খন্দকার শাহিন প্রমুখ ।