আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রংপুরের পীরগঞ্জ ফতেপুর গ্রামে ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় পীরগঞ্জ উপজেলা পরিষদ, পীরগঞ্জ পৌরসভা, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, রংপুর কারমাইকেল কলেজ, ড. ওয়াজেদ টেকনিক্যাল কলেজ, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, রংপুর জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন পুস্পার্ঘ্য অর্পণ করেন।
এছাড়া রংপুর, পীরগঞ্জসহ বিভিন্ন স্থানে ড. ওয়াজেদ মিয়া’র জীবনী নিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিভিন্ন সংগঠন।
উল্লেখ্য, ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘির ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এই মেধাবী বিজ্ঞানী ২০০৯ সালের ৯ মে মৃত্যু বরণ করেন।