নরসিংদীর শিবপুরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৮ বোতল ফেনসিডিল, ২ কেজি গাঁজা ও ১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
বুধবার(১৭ ফেব্রুয়ারি) রাতে চৈতন্যা ও আক্রাশাল বাজার এলাকা হতে মাদক সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা আজিজুর রহমানের নেতৃত্বে উপজেলার যোশর ইউনিয়নের চৈতন্যা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৮ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করে। যাহার আনুমানিক মূল্য ৬২৪০০ টাকা। এসময় মাধবদী থানার নৈগৌর এলাকার আঃ রহমানের ছেলে আলমগীর (৪০) কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে শিবপুর মডেল থানার পুলিশের পৃথক অভিযানে বাঘাব ইউনিয়নের আক্রাশাল বাজারের পূর্ব পাশে তিন রাস্তার মোড় হতে অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি বস্তার ভিতরে সাদা পলিথিনে মোড়ানো ১২ পোটলা চোলাই মদ (প্রত্যেক পলিথিনের পোটলাতে এক লিটার করে সর্বমোট ১২ লিটার চোলাই মদ) উদ্ধার করে। যার মুল্য ৬ হাজার টাকা। এসময় শিবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের সাফি উদ্দিনের ছেলে রহমত উল্লাহ কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
– মোমেন খান | নরসিংদী প্রতিদিন-