ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, স্বাধীনতা পরবর্তী এদেশের বহু রাজনৈতিক গোষ্ঠী ওলামায়ে কিরামদের ব্যবহার করে স্বীয় স্বার্থসিদ্ধ করেছে, কিন্তু ইসলামের কোন উপকার হয়নি। তাদের অনৈক্য ইসলামের বিজয়কে পেছনে ফেলে রাখছে। ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করে যেতে হবে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চরমোনাইর বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে ওলামা-মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, আজ একই মঞ্চে ওলামায়ে কেরামদের এত বড় সম্মিলন দেখে আমরা আনন্দিত হচ্ছি। আমরা চাই নিয়মিতই এমন আয়োজন হোক। ঈমানী আন্দোলনে হেফাজতের সঙ্গে আমাদের (চরমোনাই) কোন দ্বন্দ্ব নেই। হেফাজত যদি ঈমানী আন্দোলনের নামে কাউকে দূরে রাখতে চায় তবে সেটা ঈমানী আন্দোলন হতে পারে না।
তুরস্কের রেসালায়ে নূর আন্দোলন-এর দার্শনিক মুখপাত্র মুনির তুরান আত তুর্কী চরমোনাই মাহফিল কার্যক্রমের প্রশংসা করে বলেন, আমি ঐতিহাসিক ওসমানী খিলাফতের রাজধানী ইস্তাম্বুলবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।