নরসিংদীতে দুইদিনে ঘণ্টায় আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮০৮ জনে। মঙ্গলবার (০২ মার্চ) বিকালে এ তথ্য জানান নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ৪১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। মঙ্গলবার হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁদের সবাই সদর উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৬৮৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।
করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৬৮১ জন, শিবপুরে ২৮০ জন, পলাশে ৩১৪ জন, মনোহরদীতে ১৮৬ জন, বেলাবতে ১৫৫ জন ও