কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম আর নেই। মঙ্গলবার দিনগত রাত ১০ টায় তিনি রাজধানীর পিজি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল।
তিনি জানান, গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন জানে আলম। চিকিৎসার পর করোনামুক্তিও ঘটে তার। কিন্তু পরে নিউমোনিয়ায় আক্রান্ত হন। এতে তার অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আইসিইউতেই মারা যান তিনি।
শিল্পী জানে আলম মানিকগঞ্জের হরিরামপুরে জন্মগ্রহন করেন। দেশ স্বাধীনের পর পরই তিনি গানের ভূবনে আসেন।
জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা চার হাজারের মতো। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা প্রায় তিন হাজার গান রয়েছে। বাংলাদেশের অনেক পরিচিত শিল্পীই তার গান গেয়েছেন।