নরসিংদীতে বিভিন্ন কমসূচীর মধ্য দিয়ে পালন করা হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের জয় বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগরসহ, সিভিল সার্জন কার্যালয়, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া এ উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয় পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।