নরসিংদীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শামিম (১০) বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামিম সিএনজির যাত্রী ছিল। সে একই উপজেলার মরজাল গ্রামের সুমন মিয়ার ছেলে। আহতদের ঢাকা মেডিকেল ও নরসিংদী হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরদী থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা ইটাখোলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। শিবপুর উপজেলার বাড়ৈগাঁও এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী একটি ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী শামিম নিহত হয়।
এ সময় আহত হয় সিএনজির চালকসহ ৫ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক আহতদের নরসিংদী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, দুর্ঘটনায় নিহত কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।