নারায়ণগঞ্জের আড়াইহাজারে সবুজ (২৪) নামে এক অটোরিকশা চালককে খুন করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ মার্চ) সকালে উপজেলার তিলচন্দ্রী এলাকা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।
নিহত সবুজ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রামের সফিকুল ইসলামের ছেলে। পুলিশের ধারণা সোমবার রাতের যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা সবুজকে শ্বাসরোধ ও আঘাতের মাধ্যমে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে।
নিহতের স্বজনরা জানায়, সোমবার রাত ১০টা থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজির পর সকালে আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের তিলচন্দ্রী এলাকায় লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পরিবারকে খবর দিলে তারা এসে লাশ শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুরে লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা করা যাচ্ছে সবুজকে হাত, পা, মুখ বেঁধে শ্বাসরোধ এবং আঘাতের মাধ্যমে হত্যা করেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।