বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নরসিংদী জেলা কমান্ড কাউন্সিল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সকালে মুক্তিযোদ্ধার সন্তানদের অধিকার আদাই এর লক্ষে সার্কিট হাউস সংলগ্ন রাধুনি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর যুগ্ম মহাসচিব মোঃ শাহ আলম অনিক।
এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নরসিংদী জেলা কমান্ড কাউন্সিল এর আহবায়ক মিঠুন বিশ্বাস, সদস্য বেলায়েত হোসেন, আব্দুল মোমেন, মোক্তার হোসেন, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক নূর আলম রকি, সদস্য সচিব খোরশেদ আলম, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষে সবুজ খন্দকার সহ অন্যান্য নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নরসিংদী জেলা/উপজেলায় কমিটি গঠন ও সকল মুক্তিযোদ্ধার সন্তানদের অধিকার আদাই এবং প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।