নরসিংদী সদর উপজেলার শিলমান্দীতে মেসার্স রিলায়েন্স রি-ফ্যাক্টরীজ লিমিটেড নামে একটি ফায়ার ব্রিকস্ মিলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১মার্চ) দুপুরে তিতাস গ্যাস নরসিংদীর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সাকির আহম্মেদ এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রকৌশলী সাকির আহম্মেদ জানান, শীলমান্দীতে বর্ণিত স্থানে মেসার্স সিরামিক-ম্যাটারিয়াল (প্রা:) প্লান্ট এ অনুমোদিত গ্যাস সংযোগ ছিলো,যেটা বিগত ২০০৪ সালে বিচ্ছিন্ন করা হয়েছিলো। বিশস্থ সূত্রে আমরা জানতে পারি সেখানে মেসার্স রিলায়েন্স রি-ফ্যাক্টরীজ লি: নামে একটি ফায়ার ব্রিকস্ মিল তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লি: কর্তৃপক্ষের কোনরুপ অনুমতি ছাড়াই অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছে। অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
📝 মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন