ওহে মেঘনা,
প্রিয় নদী আমার!
তোমার পলির সন্তান আমি
নিবাস পূর্ব পাড়!
তোমার প্রতি আজন্ম ঋণ
নাড়ী ছেড়া ভালবাসার!
তোমার কাছে চাওয়া পাওয়া
আমার জন্মগত অধিকার।
আর ধীরে বহিওনা, জেগে ওঠো;
দেখাও তোমার খরস্রোতের ধার!
কি করে পারো বইতে
বুকে নিয়ে শত অনাচার?
পার না প্লাবনে ভাসিয়ে দিয়ে
সব করে দিতে একাকার?
হিংসার শীষ ভেদাভেদ বিষ
সব ভেসে যাক না তীব্র স্রোতে;
দুরাচার, অনাচার কুসংস্কার,
নির্মূল হোক না এই ধরাতে!
বিভাজনের আল বিভেদের দেয়াল
অহমের ভিসা, যুদ্ধের নেশা,
সব ভেঙ্গেচুরে হোক চুরমার;
সারা পৃথিবীতে সুরের ছোঁয়ায়
জয়ধ্বনি হোক মানবতার!
জরাজীর্ণ পাপি তাপি ভন্ডরা
যাক না প্লাবনে ভেসে;
নূতন পলির দিগন্ত রেখায়
সুর্য উঠুক হেসে!
কবিতাঃ প্রিয় মেঘনা
কাব্যগ্রন্থঃ আপন-আভাস
এ কে সরকার শাওন
শাওনাজ, উত্তরখান, ঢাকা!