দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ মার্চ) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তবে তার করোনা হয়েছিল কিনা; তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওবায়দুল কবির জানান, আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আতিক উল্লাহ খান মাসুদ। এরপর তাকে দ্রুত বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে প্রবীণ এ সাংবাদিকের বয়স হয়েছিল ৭১ বছর।
তার সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। এ পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল। সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারেরও চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতিনাতনি রেখে গেছেন।