করোনা মহামারির মধ্যে ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে মাধবদী থানা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
এসময় করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি চলার আহ্বান জানান থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আল-আমিন সরকার। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় ক্লাব কার্যালয় প্রাঙ্গন থেকে মাস্ক বিতরণ কর্মসূচী শুরু করে পর্যায়ক্রমে মাধবদীর রাইন ওকে মার্কেট, নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রিকশা চালক, গাড়ি চালক, দূরদুরান্ত পথের যাত্রিসহ পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এতে অংশ নেন মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি ও মানবজমিন প্রতিনিধি মোঃ আল-আমিন সরকার, সাধারণ সম্পাদক খন্দকার শাহিন,নিরাপদ সড়র চাই (নিসচা) মাধবদী থানা শাখার সহ-সভাপতি মুস্তাকিম মিয়া,বাংলাদেশ টেলিভিশন এর সাংকেতিক খবর উপস্থাপক ও থানা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আরিফুল ইসলাম,দপ্তর সম্পাদক আওলাদ হোসেন, ইরাক প্রবাসি মাসুদ রানা সহ সাংবাদিক মুফতি ওবায়দুল্লাহ, মনজুরুল আলম প্রমূখ।
প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন সরকার বক্তব্যে বলেন, ইতোমধ্যেই সারাদেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। যার প্রভাব প্রথম ঢেউয়ের চেয়ে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। করোনার টিকা নিয়েও ঠেকানো যাচ্ছেনা এই ভাইরাস। তাই সবার সাবধানতা অবলম্বনই এখন সবচেয়ে বেশি দরকার।
এসময় তিনি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, জনসমাগম এড়িয়ে চলাসহ বাইরে গেলে মাস্ক পরে বের হওয়ার জন্য আহ্বান জানান।