মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফ্রি ব্লাড ক্যাম্পেইন, মাস্ক বিতরণ ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় এ কর্মসূচি হয়। গোলাকান্দাইল ইউপি সদস্য নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা শাহজাহন হাওলাদার, সাংবাদিক সাইফুল ইসলাম, বর্ণমালা স্কুলের সভাপতি কাজল ইসলাম, প্রধান শিক্ষক, নুরুল ইসলাম স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
ডা. মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- রক্তের বন্ধন ফাউন্ডেশনের এডমিন জসিম উদ্দিন, সাংবাদিক ও এডমিন জাহাঙ্গীর মাহমুদ, গাজী রাব্বি, হাবিবুর রহমান টিটু, ইমতিয়াজ ভূঁইয়া রনি, তুহিন ইসলাম জামাল, ইমরান মিয়া প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মীর আব্দুল আলীম বলেন, এখন রক্তের জন্য কাউকে প্রাণ দিতে হয় না। এক সময় ছিল আমরা ঢাকা থেকে রক্ত আনতে হতো বর্তমানে আমাদের কাছে থেকে ঢাকার রোগীরা রক্ত নেয়। রক্তযোদ্ধারাও মানুষের জন্য যুদ্ধ করেন, তারাও যোদ্ধা।