মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধার উদ্যোগে একশ রিকশা চালকের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকালে মাধবদী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও শহর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছাদেকুর রহমানের অর্থায়নে এ বস্ত্র বিতরণ করা হয়। মাধবদী মুক্তিযোদ্ধা সংসদ কার্যলয়ে বিজয় মঞ্চ-৭১ এর মঞ্চে আয়োজিত এ কর্মসুচীতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন,শহিদুল্লাহ,ডাক্তার আনোয়ার হোসেন, ইমাম উদ্দিন, শওকত আলী,নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ওসমান প্রধান ও সদর থানা কমিটির সভাপতি মো: ইউসুফ শিকদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির সদস্য মাহফুজুর রহমান বাবু প্রমূখ।