অবশেষে হাটহাজারী মাদ্রাসার সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ইট বালি দিয়ে তৈরি ব্যারিকড রোববার (২৮ মার্চ) রাতে তুলে নিয়েছে হেফাজতে ইসলামের কর্মীরা। এরফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
হাটহাজারী সংবাদদাতা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার রাত সাড়ে আটটার পর থেকে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা ব্যারিকেড সরানোর কাজ শুরু করে। রাত ১০ টার পর ওই মহাসড়কটি পুনরায় যানবাহন চলাচলের উপযোগী করা হয়। মোদিবিরোধী বিক্ষোভে নেমে চারজন নিহতের জেরে গত শুক্রবার থেকে টানা তিনদিন ধরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে রেখেছিল হেফাজত ইসলামের নেতাকর্মীরা। প্রশাসনের বারবার অনুরোধেও তারা অবরোধ তুলেনি। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি, ফটিকছড়ি ও নাজিরহাট এলাকার লোকজন শহর থেকে বিছিন্ন হয়ে পড়ে। অবশেষে হেফাজত ওই মহাসড়ক থেকে ব্যারিকেড তুলে নেয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।