ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক আহত হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে নরসিংদীর সীমান্তবর্তী এলাকা পুরিন্দাস্থ শিমুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনা নিশ্চিত করেন মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক।
স্থানীয়রা জানান,ঢাকাগামী যাত্রীবাহি একটি রয়েল কোচ বেপরোয়া ভাবে একটি মিনি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের ড্রাইভার শাহিন (৩২) সহ মাসুম (২৮), শাহেদ (২২) নামে তিন যুবক গুরত্বর আহত হয়। তাদের তিন জনই নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন জানান,দুর্ঘটনার খবর পেয়ে মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ও মাধবদী থানা পুলিশ দুর্ঘটনাস্থলে আসেন। পরে ঢাকা-ব্রাহ্মনবাড়িয়া যাত্রীবাহি রয়েল কোচ (ঢাকা-মোট্রো-ব-১৫-০৪৩০) ও (ঢাকা-মোট্রো-ট-১১-৫৭১০) দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।