দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থ থাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পেয়েছেন আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন আহমেদ। তিনি নরসিংদী সদর উপজেলা মাধবদী পৌর আওয়ামী লীগের সভাপতি।
মঙ্গলবার (৩০ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর পক্ষে সালাহউদ্দিন আহমেদের হাতে ১০ লাক্ষ টাকার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন৷ এ তথ্য নিশ্চিত করেন মাধবদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক।
দীর্ঘদিন যাবৎ মাধবদীতে আওয়ামী লীগে নেতৃত্ব দেয়া
সালাহউদ্দিন আহমেদ আর্থিক সহযোগিতা পাওয়ায় মাধবদী পৌর আওয়ামী লীগ সহ পৌরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র মোশাররফ হোসেন।
সালাহউদ্দিন আহমেদ এর দুটো কিনডির কার্যকারিতা কমে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভারত নিয়ে যাওয়া হবে। সালাহউদ্দিন আহমেদের আরোগ্য (সুস্থতা) কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন মেয়র মোশাররফ।