নরসিংদী প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সিনিয়র সাংবাদিক মো. তোফাজ্জল হোসেন স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে রায়পুরা প্রেসক্লাব। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন দারুল ইকরা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল্লাহ আফফান আল জামি।
মহফিলে প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ সঞ্চালনা উপস্থিত ছিলেন, রায়পুরা প্রেসক্লাবের নির্বাহী উপদেষ্টা মোসলেহ উদ্দিন বাচ্চু, বশির আহমেদ মোল্লা, টি এইচ আজাদ কালাম, সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি রফিকুল হক রফিক, মাজেদুল ইসলাম, এস এম শরীফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, অজয় সাহা, কোষাধ্যক্ষ তন্ময় কুমার সাহা সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ২৪ মার্চ সাংবাদিক তোফাজ্জল হোসেন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তিনি নরসিংদীর স্থানীয় পত্রিকা নরসিংদীর খবরের বার্তা সম্পাদক ছিলেন এবং নরসিংদী প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।