করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী এ লকডাউন চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
লকডাউন ঘোষণার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৩ এপ্রিল) সকালে নিজ বাসভবন থেকে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন তিনি।
এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে সরকার দু-তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত দিতে যাচ্ছে। এবং সেক্ষেত্রে লকডাউন চলাকালে শুধু জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান খোলা থাকবে। আর শিল্প কলকারখানা খোলা থাকবে। যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিফটে কাজ করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে। প্রয়োজনে লকডাউনের সময় বাড়তে পারে।’
গত কয়েক দিন ধরেই নিয়মিতভাবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে গতকাল শুক্রবার (২ এপ্রিল) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন ব্যক্তি। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৮৩০ জন।
শুরুতে গত বছরের ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘ছুটি’ ঘোষণা হলেও পরে তার মেয়াদ বাড়ে কয়েক দফা। টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষ হয় গত বছরের ৩০ মে।