নরসিংদীতে এক তরুণের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের মধ্যে কেউ কেউ ঘাতক ইউনুসকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে শনাক্ত করলেও কেউ আবার বলছেন তিনি ‘মাদকাসক্ত’।
নিহতরা হলেন- ছগরিয়াপাড়া গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে আলী আকবর (৬০) ও ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৫০)। আহত সেন্টু মিয়া ওই এলাকায় কৃষি শ্রমিকের কাজ করতেন। ঘাতক ইউনুস (২৪) জেলার রায়পুরা উপজেলার বাসিন্দা। তবে তিনি নানী বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ মার্চ) রাতে হঠাৎ ইউনুস তার পরিবারের সদস্যদের সঙ্গে বিরূপ আচরণ শুরু করেন। বুধবার সকালে তিনি হাতে ছুরি নিয়ে বের হয়ে সামনে যাকে পান তাকেই ধাওয়া দিতে থাকেন। এ সময় বাড়ির কাছে নিজের কৃষিজমিতে কর্মরত ফরহাদ মিয়াকে আচমকা ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকেন। পরে রাস্তার পাশে থাকা আলী আকবর ও সেন্টু মিয়াকে কোপাতে থাকেন।
নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘ঘাতক তরুণকে একপক্ষ বলছে মানসিক রোগী আরেক পক্ষ বলছে- সে নেশা করার জন্য পাগল বেশে থাকে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’