নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন গাজীপুর রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি রোমান শাহ আলম। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত দুইটা ত্রিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।
জানা যায়, ২ সপ্তাহ আগে তার করোনা পজিটিভ হলে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রোমান শাহ আলমকে আইসিইউতে স্থানান্তর করেন। পরে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। রোমান শাহ আলমের মৃত্যুতে গাজীপুর জেলা প্রেস ক্লাব,রিপোর্টার্স ইউনিটি বিভিন্ন সাংবাদিক সংগঠন গুলো গভীরভাবে শোকা প্রকাশ করেছে। মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক নেতারা।