নরসিংদীতে জেনারেটরের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধিন অবস্থায় মোঃ বাদল মিয়া (৪০) নামে এক মসজিদ খাদেমের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সকাল ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত: বাদল মিয়া নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার মৃত: হিরন ওরফে ঠেলা মিয়ার ছেলে। তিনি ওই এলাকার বাইতুল ইসলাম জামে মসজিদে খাদেম হিসেবে কর্মরত ছিলেন। গত ০৪ এপ্রিল রোববার সন্ধ্যায় মোমবাতি হাতে নিয়ে মসজিদের জেনারেটরে ডিজেল ভরার সময় ঘটিত অগ্নিকাণ্ডে তিনি দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।
স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, রোববার সন্ধ্যায় ঘোড়াদিয়া এলাকার দুটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর সময় পল্লীবিদ্যুৎ থেকে পুরো ওই এলাকার বিদ্যুত সরবরাহ বন্ধ করে দেয়া হয়। অগ্নিকান্ডের ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত ওই মসজিদটিতে পৌনে ৮টার দিকে স্থানীয় মুসল্লিরা এশার নামাজ পড়তে আসা শুরু করলে মসজিদটির খাদেম মোঃ বাদল মিয়া এক হাতে মোমবাতি নিয়ে জেনারেটরে ডিজেল ভরতে যান। এতে অসাবধানতায় মোমবাতির আগুন ডিজেলে লেগে গেলে বাদল মিয়া অগ্নিদগ্ধ হয়ে আহত হন। উপস্থিত লোকজন দ্রুত তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠান। আগুনে তার পিঠের ১০ শতাংশসহ শরীরের মোট ৩০ শতাংশ পুড়ে যায়। সেখানে চারদিন চিকিৎসার পর অবশেষে শুক্রবার সকালে তিনি মারা যান।