1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মারা গেলেন ব্রিটিশ রানীর স্বামী প্রিন্স ফিলিপ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ২২৪ পাঠক

যুক্তরাজ্যের রানী এলিজাবেথের স্বামী ও এডিনবারার ডিউক প্রিন্স ফিলিপ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৯ বছর। বাকিংহ্যাম প্যালেস থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এক বিবৃতিতে বাকিংহ্যাম প্যালেস জানায়, আমরা দুঃখ ভারাক্রান্ত হয়ে জানাচ্ছি রানী নিজে তার স্বামী এডিনবারার ডিউক প্রিন্স ফিলিপ এর মৃত্যু ঘোষণা করেছেন। আজ সকালে উইন্ডসোর ক্যাসেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৭০ বছরেরও বেশি সময় ধরে রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন যা ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসের সর্বোচ্চ। রানীর সমর্থনে তিনি বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছেন। ৯০ বছর বয়সে তিনি বেশ সুস্থ ছিলেন।

২০১১ সালে বড়দিনের সময় ‍হৃদরোগের কারণে তাকে প্রথম হাসপাতালে ভর্তি হতে হয়। এরপর ২০১২ সালে ব্লাডার ইনফেকশনের কারণে তাকের আবার ভর্তি হতে হয় এবং ২০১৩ সালে তার অ্যাবডোমেনে অস্ত্রোপচার করা হয়।

এরপর ২০১৭ সাল পর্যন্ত তিনি ২০ হাজারেরও বেশি জনসমাবেশ করেন। ৯৬ বছর বয়সে তিনি রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

১৯২১ সালে ডেনমার্কের কারফু দ্বীপে জন্মগ্রহণ করেন ফিলিপ। ১৮ বছর বয়সে প্রিন্স রয়্যাল নেভিতে ক্যাডেট হিসেবে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সক্রিয় ছিলেন। ভারত সাগর ও ভূমধ্যসাগরে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪৭ সালে তিনি গ্রিক ও ড্যানিশ রাজকীয় উপধি ত্যাগ করেন ও ব্রিটিশ নাগরিক হন। সে বছরেই প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন তিনি।

সূত্র: স্কাই নিউজ



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD