নরসিংদীতে অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন। বুধবার (১৪ এপ্রিল) লকডাউনের প্রথম দিন সকাল থেকে শহরের পৌরসভা মোড়, আরশীগর, জেলাখানা মোড়সহ বিভিন্ন পয়েন্টে লোকজনের চলাচল ও ব্যাটারিচালিত অটোরিক্সা চলতে দেখা গেছে।
তাছাড়া সদর উপজেলা মাধ্বদী,পলাশ,শিবপুর,বেলাব,মনোহরদী রায়পুরা উপজেলার চিত্র একই। এসব বাজারগুলোতেও মাস্ক বিহীন জনসমাগমের কারণে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হতেও দেখা গেছে। কিছু কিছু মানুষর মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানছেন না তারা। তবে মহাসড়কের জেলখানা মোড়ে গণপরিবহন চলাচল রোধ করতে তৎপর ছিল ট্রাফিক পুলিশ।
বিভিন্ন মার্কেটে অনেক দোকানিরা অর্ধেক সাটার খোলা রেখেছেন। তবে আশানুরূপ ক্রেতা না থাকায় বিক্রেতারা হতাশ। আসছে ঈদুল ফিতরকে ঘিরে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখাতে চায় ব্যবসায়িরা।এদিকে লকডাউন বাস্তবায়নে শহরে জেলা প্রশাসন ও পুলিশের তৎপর থাকলেও লকডাউন মেনে নিতে নারাজ নরসিংদীর জণগন।