নরসিংদীর শিবপুর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন নরসিংদী কোট ইন্সপেক্টর মো: সালাহউদ্দিন মিয়া । রবিবার (১৮ এপ্রিল) রাতে সদ্য বিদায়ী ওসি মোল্লা আজিজুর রহমান এর নিকট থেকে তিনি দায়িত্বভার বুঝে নেন। এর আগে তিনি নরসিংদী সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কোট ইন্সপেক্টর হিসেবে সুনামের সহিদ দায়িত্ব পালন করেছেন।
এসময় নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করে নেন। গতকাল সদ্য বিদায়ী ওসি মোল্লা আজিজুর রহমান কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদায় সংবর্ধনায় থানা পুলিশের পাশাপাশি সাধারণ জনগণও তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অশ্রুসিক্ত হয়ে বিদায় জানান।
এদিকে সাবেক ওসি মোল্লা আজিজুর রহমান কে টাঙ্গাইলে বদলি করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে নতুন ওসি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
📝 শেখ মানিক | নরসিংদী প্রতিদিন