গত কয়েক দিনের তুলনায় সিলেটে করোনা শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। এতে জনমনে কিছুটা স্বস্তি দেখা দিলেও ভাবিয়ে তুলেছে মৃত্যু। সবশেষে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা কেড়ে নিয়েছে আরও ৮ প্রাণ। একদিনে সিলেট বিভাগে করোনার এটিই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে বিভাগের চার জেলা মিলে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩২ জনে। এ সময়ে আরও ৪৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া গণমাধ্যমে পাঠানো নিয়মিত এক স্বাস্থ্য প্রতিবেদনে এ তথ্য জানান।
এতে বলা হয়, গত একদিনে শনাক্ত ৪৫ জন নিয়ে সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ২৩২ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১২ হাজার ৯৩০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭১৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৩১৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭৩ জন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ১২৯ জন রোগী সুস্থ হয়েছেন। এনিয়ে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ৪৪৩ জন দাঁড়ালো।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩২ জন।
এদিকে বিভাগের চার জেলা মিলে ২৭৮ জন আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে প্রতিবেদনে জানানো হয়।