নরসিংদীতে চিকিৎসক, নার্স ও করোনা রোগীসহ ১১৫জনের মধ্যে পুষ্টিকর ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ইফতার বিতরণ করেছে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বুধবার সন্ধ্যা ৬টায় কোভিড ডেডিকেডেট হাসপাতালে (১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল) এসব ইফতার বিতরণ করা হয়। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের পক্ষ থেকে ইফতার বিতরণ করেন, নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ্ আলম মিয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার।
এসময় সাথে উপস্থিত ছিলেন, নরসিংদী কোভিড ডেডিকেডেট হাসপাতালের মুখপাত্র ডা. মিজানুর রহমান। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, করোনা রোগীদের অবশ্যই পুষ্টিকর খাবার প্রয়োজন। তারই ধারাবাহিকতায় ১৫ জন নার্স ও ৮ জন ডাক্তার সহ মোট ৫৫জন চিকিৎসাকর্মী এবং ৬০জন চিকিৎসাধীন করোনা রোগীসহ মোট ১১৫ জনকে এই ইফতার বিতরণ করা হয়। ইফতারের উপকরণ হিসেবে রাখা হয়েছে চিকেন তেহারি, মাল্টা, পেয়ারা, আঙুর সহ বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ ফল এবং শরীরে পানির চাহিদা মেটাতে প্রয়োজনীয় জুস।