ক্ষমতার জোরে কতো করেছো
জুলুম, নির্যাতন,
মুখ বুজে সব সয়েছে অনেকে
তোমাদের আগ্রাসন।
অনেকে আবার সইতে না পেরে
গিয়েছে ওপারে চলে,
তারাই হয়তো গিয়ে দিয়েছে
বিধাতাকে সব বলে!
বলে দিয়েছে তোমাদের করা
যতরকম অনাচার,
ধর্ম ভিন্নে কতোটা করেছো
পাশবিক ব্যবহার।
আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছো
মসজিদ, মিনার,
স্রষ্টাকে ডাকায় বাঁধা দিয়েছো
কেড়ে নিয়েছো অধিকার।
নিরুপায় যতো মজলুম সেদিন
করেছে আর্তনাদ,
চোখের জলে স্রষ্টাকে তারা
জানিয়েছে ফরিয়াদ।
স্রষ্টা সেদিন ছাড় দিয়েছেন
দেননি তবু ছেড়ে,
তারই আলামত দেখছে মানুষ
ভারত রাষ্ট্র জুড়ে।
অদৃশ্য এক মরণঘাতী
করে চলেছে তাড়া,
ক্ষমতাশালী মানুষও এতে
হয়েছে দিশেহারা।
প্রতিনিয়তই পড়ছে আজি
লাশের পরে লাশ,
নিজের পাপে আমরাই ডেকেছি
এমন সর্বনাশ!
শত কোটি টাকায়ও আজি
বাঁচার উপায় নাই,
স্রষ্টাকে যদি খুশি করা যায়
প্রতিকার শুধু তা-ই।
সময় থাকতে আসুন সবাই
সকল বিভেদ ভুলে,
মানুষ হয়েই বাঁচি বা মরি
কাঁধে কাঁধটি মিলে।
–
– আল-আমিন সরকার