আমার কাছে আসতে যদি
তোমার চরণ ব্যাথা হয়,
থাকো বন্ধু চির সুখে
আসতে আমি বলবোনা তোমায়।
তোমার আমার মিলন যখন নিশি রাতে হয়
বুঝি তখন মিলন সুখে কতো সুখই রয়।
উজান বুঝে নাও বেয়ে যাও
জানতে চাওনা আমার কিযে হয়,
মিলন ব্যাথা দশ মাস পুশি
যন্ত্রণার আগুনে পুড়ি প্রসব বেদনায়।
থাকো বন্ধু চির সুখে,আসতে আমি বলবোনা তোমায়।