আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নজরুল ইসলাম বাবু।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সাংসদ আলহাজ নজরুল ইসলাম বাবু বলেন, মাহে রমজান মাসে আল্লাহর দরবারে সহজে দোয়া কবুল হয়। পবিত্র এই রমজান মাসে বাংলাদেশসহ বিশ্ববাসী করোনা মহামারি থেকে রক্ষা করার জন্যে সকলেই মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাব। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর নির্দেশিত পথে চলার তৌফিক দান করেন।
দুপ্তারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুল কবির উজ্জলের সার্বিক তত্ত্বাবধানে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশীদ আলম সরকার, সদস্য নাজমুল ইসলাম, দুপ্তারা ইউপি চেয়ারম্যান সাহিদা মোশারফ, দুপ্তারা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লা প্রমুখ।