নরসিংদীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি। আজ শনিবার (০১ মে) বিকেলে নরসিংদী পুরাতন জজ কোর্ট এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সদস্য সচিব মাঈন উদ্দিন ভুইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভা বক্তব্য রাখেন আহবায়ক নজরুল ইসলাম অপু।
এসময় নরসিংদী জেলা ছাত্রদলের নব-কমিটির সদস্যগণ সাংবাদিকদের সাথে পরিচিত হন । মতবিনিময় সভায় জেলা ছাত্রদলের আহবায়ক অপু বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে কাজ করবেন জেলা ছাত্রদল। গণতান্ত্রিক ও সাংগঠনিক কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় তিনি আরোও বলেন, নব গঠিত কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক সাদেকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, মাজহারুল ইসলাম, জাহিদ হোসেন জাপ্পী, সদস্য শাহ পরান সরকার, সাইফুল্লাহ প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।