1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

কবিতা: “প্রতারক”- মোঃ মাজহারুল পারভেজ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ২ মে, ২০২১
  • ৯৫২ পাঠক

তোমার আছে বহু গুণ
দিবানিশি পার তুমি করতে মানুষ খুন।
তুমি অহংকারী,তোমার মাঝে শুধু হাহাকার
তোমার আশেপাশে কোন ভাল মানুষ নেই
আছে কিছু চাটুকার,ঘুষখোর আর রাজাকার।

তুমি লজ্জাহীন,তুমি অন্ধ গলির চোরাকারবার
তোমাদেরকে রোখার সাধ্য যে নেই কারো বাবা’র।
দেশদ্রোহীদের সাথে মিলেমিশে হয়ে গেছ তুমি একাকার। একটু অপেক্ষা কর নিজের জালানো আগুনে জ্বলে পুড়ে হবে ছারখার।

প্রতারকের মত তুমি, আশা দাও বারংবার
মুহূর্তেই বোল পাল্ট কর চরম দুর্ব্যবহার।
কারণে অকারণে তুমি শুধু নিজেকে কর জাহির
অর্ধেক ভিতরে তোমার, আর অর্ধেকটা বাহির।

চালবাজী করে তুমি চাও টিকবার
নিজের দোষ না ধরে কর শুধু মিথ্যাচার।
অপরের ভালো তুমি সহ্য করতে নাহি পার
নিজেই জাননা তুমি কখন কাকে মার!

নষ্ট-ভ্রষ্টদের মত তুমি গোয়ার্তুমি কর,
অন্যকে খাট করে নিজেকে কর বড়।
তুমি চরম এক ধান্দাবাজ
সকালে পূজা দাও বিকালে বল পড়েছ নামাজ।

সতিত্বহীনরা যেমন চায় আরো সুন্দর হতে
রুপের মোহে তুমিও কি চাও পুরুষকে ভুলাতে?
অপরের সম্পদ দিয়ে তুমি কর বাহাদুরি
যদি পার,তাহলে ছেড়ে দাও চুরি।

মিথ্যুকরা চায় শুধু এ ডাল ও ডাল ধরতে
এক জায়গায় সে নাহি কখনো পারে থাকতে।
প্রতারকরা সবসময় প্রতারণাই করে
বিদায় ঘন্টা বাজার আগেই নিলজ্জের মত দৌড় মারে।

দিবানিশি কর তুমি ধান্দা ফিকির
লুটপাটে মগ্ন থাক দেখাও কর জিকির।
রাজা বাদশাহর মতও যদি ভাবখানা তোমার
আসলে, তুমি একখান বড় ফকির।

 

📝 মোঃ মাজহারুল পারভেজ
সাধারণ সম্পাদক, নরসিংদী প্রেস ক্লাব



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD