নরসিংদীর বেলাবতে অসহায় ও দুস্থ গরিবদের মাঝে শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর সুযোগ্য উত্তরসূরী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদির পক্ষ হতে ঈদ উপহান বিতরণ করা হয়েছে। আজ (৩ মে) সোমবার উপজেলা ছাত্রলীগের সহযোগিতায় বেলাব উপজেলা সদর ইউনিয়নে ৩০০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরন করা হয়েছে। প্রত্যেককে চাল ৫ কেজি, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি তেল, আধা কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই বিতরণ করা হয়।উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন অপু, বিকাশ মোদক, নিজামুল হক সোহাগ সহ বেলাব সরকারি হোসেন আলী কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীবৃন্দ। এ সময় সারোয়ার হোসেন অপু বলেন, সাদী ভাইয়ের পক্ষ হতে সদর ইউনিয়ন ৩০০ জনকে ঈদ উপহার দিয়েছি। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে দেওয়া হবে। সবাইকে বর্তমার সরকারের প্রতি আস্থা রাখার আহবান জানান। এবং কোভিট-১৯ মোকাবেলায় সবাই মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেন।