মাদারীপুরের শিবচরে পদ্মার পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডে যাত্রীবাহী স্পিডবোটের ধাক্কায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোজ রয়েছে বেশ কয়েকজন।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বাংলাবাজার ফেরিঘাটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, সকাল সাড়ে ছ’টা নাগাদ শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজারের উদ্দেশে রওনা দেয় স্পিডবোটটি। পুরাতন কাঁঠলবাড়ি ফেরিঘাটে পৌঁছালে নোঙর করে রাখা বাল্কহেডে সজোরে ধাক্কা দেয় স্পিডবোটটি। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। এখন পর্যন্ত নারী-শিশু’সহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হন ৫ জন। এদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।