পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ভারতের কাছে ৩০ লাখ টিকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ৪০ লাখ টিকা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট সীমান্ত এলাকায়ও দেখা দিয়েছে। আমরা এটা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমরা তো জনগণের মঙ্গল চাই। জনগণ যেন টিকা পায়, যথাসাধ্য কাজ করছি।
তিনি আরও বলেন, জরুরিভাবে টিকার দেওয়ার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি। আমি বলেছি, পুরোটা না দিতে পারলেও সেকেন্ড ডোজ দেওয়ার জন্য যা লাগবে সেটা যেন দেন। জরুরিভাবে তিন মিলিয়ন টিকা দেওয়ার জন্য অনুরোধ করেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে। তাদের কাছে ৪০ লাখ ডোজ টিকা চাওয়া হয়েছে। তারাও এ ব্যাপারে আন্তরিক।
তিনি বলেন, বাংলাদেশকে টিকা দিতে মার্কিন দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত।