নারায়ণগঞ্জে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে আসা ৬ হাজার ৩৯৫টি ইয়াবা ট্যাবলেটসহ মবিনা আক্তার ওরফে মনি নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৮ মে) দুপুরে নগরীর চাষাড়া ডনচেম্বার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র্যাব-১১ এর একটি টিম মনি নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
শনিবার সন্ধ্যায় র্যাব-১১ সিনিয়র এএসপি প্রণব কুমার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মবিনা আক্তার মনির বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার শিলিমপুরে।
আসামির স্বীকারোক্তির বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি বিভিন্ন দ্রব্যের ভিতরে লুকিয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস এর মাধ্যেমে অবৈধ্যভাবে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে আনেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন মবিনা আক্তার মনি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।