বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার উদোগে আলোচনা সভা ও অস্বচ্ছল, বিধবা,তালাকপ্রাপ্ত মেয়েদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) দুপুরে উপজেলা কার্যালয়ে সংগঠনের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচী পালন করা হয়। বেলাব জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি’র এতে সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন। বিশেষ অথিতির বক্তব্য রাখেন বেলাব উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাস্টার, ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সালমা বেগম, বেলাব উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল হক, চরউজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর বিশিষ্ট সমাজ সেবক আলাউদ্দিন আফ্রাদ, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন ,বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলীল, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক, সদস্য রুমেল আফ্রাদ রুবেল, বিশিস্ট সমাজ সেবক জাহানুল হক বাবুল প্রমুখ।
-আলমগীর পাঠান | নরসিংদী প্রতিদিন-