নরসিংদীর রায়পুরায় করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে ২৪টি ইউনিয়নের ৩হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. রিয়াদ আহমেদ সরকারের নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। আজ সকালে রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ করেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুস সাদেক।
এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক কবির হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তাপস কুমার বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
পরে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পিক-আপ ভ্যানের মাধ্যমে বাকি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, আলু ২কেজি, পিঁয়াজ ১কেজি, ডাল ১কেজি, দুধ প্যাকেট আধা কেজি, চিনি আধা কেজি ও সেমাই।