নরসিংদীর রায়পুরা থানার হাসনাবাদ এলাকায় ৩৫ টি অসহায় গরিব পরিবারকে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে নরসিংদী জেলার তরুন উদ্যোক্তাদের অনলাইন সংগঠন নরসিংদী বিজনেস গ্রুপ। সোমবার (১০ মে) এসব বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
লনরসিংদী বিজনেস গ্রুপের এডমিন ও মোডারেটদের সহ সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী বিজনেস গ্রুপের এডমিন শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম ও শরিফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে শফিকুল ইসলাম বলেন, আমাদের নরসিংদী বিজনেস গ্রুপ বেকারমুক্ত সংগঠন। ছেলে মেয়েরা এটার মাধ্যমে তাদের পূণ্য বিক্রি করে নিজেরা সফলতার মুখ দেখতেছে।আমরা চাই এটার থেকে আয়ের অংশ সমাজের অসহায় গরিবের মাঝে বিতরণ করবো। আমাদের এই সামাজিক কাজ সবসময় পালন করা হবে।