কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে গণপরিবহন ও পণ্য পরিবহন স্বাস্থ্যবিধি মেনে চালু করা সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে জেলা শ্রমিক ইউনিয়ন ও আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি। আজ ঈদের দিন দুপুরে নরসিংদী পৌর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এসময় বাসের ড্রাইভার, হেলপার,শ্রমিক সহ মালিকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগীয় সহ-সাধারন সম্পাদক জাকির হোসেন মৃধা বলেন, সরকার লকডাউনের নামে গণ ও পণ্য পরিবহন বাদে সব রকম পরিবহন চালু রাখা হয়। এতো নরসিংদী সহ সারাদেশে অর্থ ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন তারা। তাদের দাবী, অনতি বিলম্বে সরকার তাদের এই ন্যয্য দাবী মেনে না নিলে অচিরেই তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃবৃন্দ ৫ দফা দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হলো। ১) স্বাস্থ্য বিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্যপরিবহন চলাচলের ব্যাবস্থা করতে হবে (২) সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে (৩) সারা দেশে বাস ও ট্রাক টার্মিনাল গুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাউল বিক্রির ব্যাবস্থা করতে হবে,৪) গাড়ীর কাগজপত্র নবায়ন জরিমানা ছাড়াই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা ও ৫) মালিকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ৫হাজার কোটি টাকার প্রনোদনা দিতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি এ,এইচ,এম জাহাঙ্গীর, জেলা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহ অন্যান্যরা।